লিখে নাও তোমারি নাম – অনিন্দ্য টিটো

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ , জুলাই ২৯, ২০২১
দাসখতে এবার
দিলেম উপহার
ভালবাসার নদী-পাহাড়;
এসো ভালবেসে
এসো রুদ্ধশ্বাসে
তুলে সীমানার কাঁটাতার।
ভুলে অভিমান
রাঙাও মনপ্রাণ
ফিরবে না তো সময় আর;
করো চারপাশ
গোলাপের চাষ
অথবা শুধু-ই পাতাবাহার।
আকাশের তারা
হোক দিশেহারা
আলগা খোঁপার চুলে;
নায়াগ্রার জলপ্রপাত
জোছনায় ভরা রাত
তবুও দিলেম তুলে!
প্রণয় লুকালে
পূর্ণিমা’ জলে
মধুরাত যে বয়ে যায়;
প্রেমের উতুঙ্গে
ফাগুনের রঙে
আগুন জ্বাল শয্যায়!
অতঃপর নেমে এসো
জলটুঙি পাহাড় থেকে
মেঘের আঁচলে টান মেরে;
ছিনতাইয়ের ভঙিতে এসো
নিশ্চিন্তে সুর্বণরেখার পথ ধরে।
মেঘেদের ফাঁকে
পাখিদের ঝাঁকে
কুড়াও প্রেমে’ নীল খাম;
এ বুকের বায়ে
হৃদয়ের গায়ে
লিখে নাও তোমারি নাম!
• জুলাই ২৯, ২০২১।

Loading