“বর্ষার আহবান” – তাজমা খাতুন

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ , জুলাই ৩০, ২০২১
আকাশ খুলে বৃষ্টি নিয়ে
এলাম তোমার দ্বারে,
ওগো নিদারুণ নিষ্ঠুর ক্ষেপা
বর্ষার আগমনে মনটা যে উতলা।
ঝরঝর ঝরছে শ্রাবণের মেঘ
শীতল হাওয়ায় উষ্ণতার রেশ,
মনের মাঝে দোলে প্রেমের বাতাস
ছলনার সুরে বাজে মিলনের আভাস।
রংলাগা মনে আজ রংধনুর সুর
সুখ সুখ অনুভবে সুরেলা মধুর,
মধুরাত মধুময় হলো বরষায়
স্মৃতিময় সুখগুলো অনুভূতিময়।
লালনীল মেঘরাশি খেলছে ললাটে
বৃষ্টির ছন্দে মুগ্ধতা নিয়ে,
টিপটিপ হৃদয়ের টিপটিপানি
মূহুর্তের ঝরে পড়ে বৃষ্টিপানি।
মধুময় এ রাতের সব কাহিনী
বর্ষার কাছে হেরে হলো যে রানী,
কবিতা,গল্প,গান হলো যে অনেক
শান্তির নিঃশ্বাস নেমে এলো শেষ।
শ্রাবণ ধারা যেন জীবনেরই রং
হাজার ধুসরের মাঝে ও উজ্জ্বল,
নিরাশ জীবনে ফাগুনের ছোঁয়া
বর্ষার আহবান যায়না ভোলা।

Loading