লিখে যাই প্রেমের অজর কবিতা – অনিন্দ্য টিটো

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ , জুলাই ২৭, ২০২১
কী এমন কথায় তুমি দুঃখ পেলে
বললে না একবারও;
শুধু অপলক তাকিয়ে-ই চলে গেলে।
চলে গেলে অস্তরাগের পথ ধরে অসীমের
সীমানায়! আমি এখনও দাঁড়িয়ে আছি
অন্ধকারে, হাতে নিয়ে একগোছা রজনীগন্ধা
তোমার ফিরে আসার প্রতীক্ষায়।
বাতাসে এখন মুকুলের পাগল করা ঘ্রান
চৈত্রের খরতাপে হু হু করে ওঠে বুক
জলের বিরহে চৌচির বয়ে চলা ছোট নদী
সমস্ত সবুজ যেন হয়ে গেছে ফিকে, ম্লান।
শুধু, রাতের আকাশে তারার মেলায় জেগে
আছে আমার সাথে কিছু অভিমানী স্মৃতি!
আমাদের চার চোখে ছিল অভিন্ন এক
অহিংস পৃথিবী গড়ে তোলার স্বপ্ন;
ছিল আকাশের বিশালতা জয়ের অফুরাণ
ভালবাসা।নতুন কুঁড়ি ফুটিয়ে সবুজের
সজীবতা ছড়িয়ে দেবার আকুলতা।
তবুও চলে গেলে অপলক তাকিয়ে; বললে না
একবারও! কী এমন কথায় তুমি দুঃখ পেলে!
এসো আবার মেতে উঠি দু’জন, ফাগুনের
আগুন-আনন্দ রঙের বর্ণিল উৎসবে!
এসো আবার জেগে উঠি দেখে আকাশটার
নক্ষত্রপুঞ্জের আলোর মেলা।দিগন্তের সব অভিমানী
চিহ্ন মুছে দিয়ে জীবনের খেরোখাতায় এসো
আবারও লিখে যাই প্রেমের অজর কবিতা।
* মার্চ ২৭, ২০১৬। (অসংশোধিত)

Loading