লিখে যাই প্রেমের অজর কবিতা – অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ , জুলাই ২৭, ২০২১ কী এমন কথায় তুমি দুঃখ পেলেবললে না একবারও;শুধু অপলক তাকিয়ে-ই চলে গেলে।চলে গেলে অস্তরাগের পথ ধরে অসীমেরসীমানায়! আমি এখনও দাঁড়িয়ে আছিঅন্ধকারে, হাতে নিয়ে একগোছা রজনীগন্ধাতোমার ফিরে আসার প্রতীক্ষায়।বাতাসে এখন মুকুলের পাগল করা ঘ্রানচৈত্রের খরতাপে হু হু করে ওঠে বুকজলের বিরহে চৌচির বয়ে চলা ছোট নদীসমস্ত সবুজ যেন হয়ে গেছে ফিকে, ম্লান।শুধু, রাতের আকাশে তারার মেলায় জেগেআছে আমার সাথে কিছু অভিমানী স্মৃতি!আমাদের চার চোখে ছিল অভিন্ন একঅহিংস পৃথিবী গড়ে তোলার স্বপ্ন;ছিল আকাশের বিশালতা জয়ের অফুরাণভালবাসা।নতুন কুঁড়ি ফুটিয়ে সবুজেরসজীবতা ছড়িয়ে দেবার আকুলতা।তবুও চলে গেলে অপলক তাকিয়ে; বললে নাএকবারও! কী এমন কথায় তুমি দুঃখ পেলে!এসো আবার মেতে উঠি দু’জন, ফাগুনেরআগুন-আনন্দ রঙের বর্ণিল উৎসবে!এসো আবার জেগে উঠি দেখে আকাশটারনক্ষত্রপুঞ্জের আলোর মেলা।দিগন্তের সব অভিমানীচিহ্ন মুছে দিয়ে জীবনের খেরোখাতায় এসোআবারও লিখে যাই প্রেমের অজর কবিতা।* মার্চ ২৭, ২০১৬। (অসংশোধিত) শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: