সদ্য প্রয়াত কবি নূরুল হক’কে নিয়ে কবি রঞ্জিত সরকার এর লিখা একটি অসাধারণ কবিতা

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ , জুলাই ২৬, ২০২১

এলিজিঃ কবি নূরুল হক

★★★★★

কবিতা কী থেমে যায় কখনো কোথাও!

পরম্পরায় প্রবহমান তোমার কবিতা

কৈলাশের অনিঃশেষ জটাজল

গুরু পূর্ণিমার বিদগ্ধ জ্যোৎস্না তোমার কবিতা

কবিতা তোমার ডালিম দানার মতো ছড়িয়ে যায় প্রান্তর থেকে প্রান্তরে,

পেছনে পড়ে থাকে তোমার জীবন।

কবিতা তো অন্তর্গত উচ্চারণ,

অপর জীবন থেকে নেমে আসা অন্তঃসলিলা জীবনের ধ্বনি,

এই এক জনমেই কতো না জীবন যাপন !

কতো না জীবনের কথকতা কবিতা!

তোমার কবিতা হিরণ্ময় দ্যুতিতে দুলে উঠা

এক একটি সকাল, কেলাসিত শিশিরের হেম,

তলার হাওরের অবারিত জলে ভেসে আসা হিজল ফুলের সৌরভ।

কোন এক নিথর সন্ধ্যায় তোমার কবিতার সাথে আকাশগঙায় ঘুরে আসা,

অরুন্ধতী, অদিতি, সপ্তর্ষি,

অগণন তারাপাঠ।

 

 

 

Loading