গণসঙ্গীতের কমরেড – অনিন্দ্য টিটো

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , জুলাই ২৪, ২০২১
কালজয়ী তুমি হে বীর শব্দ সেনানী
বিক্ষুব্ধ চিৎকারে প্রতিবাদী প্র্রাণে
বাংলার প্রেমিকা-বধু ‘সখিনা’র প্রেমে
সংগ্রামী মানুষের নব জাগরণে।
ইটভাঙা শ্রমিক, শ্রমজীবী নারী
‘জন হেনরী’দের বুকে, তোমারই লেখা নাম;
তুমিই তো বুঝিয়েছ হয় না কখনোই
‘মায়ের এক ধার দুধের দাম’…!
বর্ণবাদবিরোধী আন্দোলনের
ওই ‘কালো কালো মানুষের দেশে’;
তোমার কণ্ঠ গিয়েছে ছুটে
টগবগিয়ে প্রতিবাদী বেশে।
ঝাঁকড়া চুলের দরাজ গলায় ভেঙেছ
প্রথাসিদ্ধ গানের ব্যারিকেড
অধিকার আদায়ের ‘বনমালী’ তুমি
গণসঙ্গীতের কমরেড।

Loading