একরামুল করিম চৌধুরী ফাউন্ডেশন

নোয়াখালীতে হটলাইনে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র উদ্ভোদন

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ , জুলাই ১৪, ২০২১

ইফতেখাইরুল আলম, নোয়াখালী

একরামুল করিম চৌধুরীর ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় শ্বাসকষ্টে থাকা গরীব অসহায় রোগীদের জন্য ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ চালু করা হয়েছে। জেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে পরিচালিত হবে এই অক্সিজেন ব্যাংক। এখন থেকে হটলাইনে ফোন দিলেই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিবে ছাত্রলীগ নেতা-কর্মীরা। ১৪ ই জুলাই বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্য আলহাজ্ব একরামুল করিম চৌধুরী এ অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন করেন।এ সময় অক্সিজেন ব্যাংকের মাধ্যমে মাঝে প্রায় দুই লক্ষ সার্জিক্যাল মাক্স বিতরণ করছেন সাংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জানান, এ অক্সিজেন ব্যাংকে প্রাথমিক ভাবে ৫০টি সিলিন্ডার থাকবে। প্রয়োজনে আরো সিলিন্ডার সংযুক্ত করা হবে। এটি পরিচালনা করবেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।জেলার গরীব অসহায় করোনা সংক্রমণের রোগীরা এ অক্সিজেন ব্যাংকের সুবিধা পাবেন। একই সঙ্গে শহরের আশপাশের বিভিন্ন স্থানে মাক্স নিয়মিত বিতরণ করবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। করোনার সংক্রমণের শুরু থেকেই তার নিজের নামে একরামুল করিম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা, নগদ টাকা, খাদ্য সহায়তা, ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন তিনি। সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলেও তিনি জানান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানসহ আওয়ামী লীগের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Loading