অসময়ের কফি – সোমা মুৎসুদ্দী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ , জুলাই ১১, ২০২১ অসময়ের কফি,তাই বুঝি এতো ঠান্ডাধোঁয়া আর ওঠেনা আগের মতোনকবিতা বা সেই চিরচেনা আড্ডাও নেই আরকফিকে ঘিরেনেই সেই প্রিয় কিছু মুখএকদা কফিকে ঘিরে যারা ছিলো উন্মুখঅসময়ে জানি সব হারিয়ে যায় গরম ধোঁয়া ওঠা কফিআড্ডা, কবিতা প্রিয় কিছু মুখ। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: