রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার ৭ শ টাকা জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , জুলাই ১০, ২০২১

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ ব্যাক্তিকে চার হাজার সাত শ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) রামগড় বাজারে পুলিশ বক্স সংলগ্ন খাগড়াছড়ি – ফেনী সড়কের উপর সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.মাহমুদ উল্লাহ মারুফ। এসময় সংক্রমণ আইনে এক ব্যাক্তিকে দুই শ টাকা এবং সড়ক পরিবহন আইনে ছয় ব্যাক্তিকে চার হাজার পাঁচ শ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, চলমান লকডাউন কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।সরকারি নির্দেশনা অনুসরণ করে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার আহবান জানান তিনি।

Loading