স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ , এপ্রিল ২০, ২০২১ কে তুমি সামছুদ্দোহা(ফরিদ) রিক্ত হাতে এসেছ তুমি রিক্ত হাতে যাবে চলে চলেছ তুমি খেয়াল খুশি মত প্রভুর প্রেরিত ইচ্ছা ভুলে। কিশের এত আয়োজন,কিশেরই বা প্রয়োজন ধরাতে বৃথা এসে, উদ্দেশ্যহীন কি ধরা শুধুই কি নিঃশ্বাস ত্যাগ অবশেষে? খেলাও মাথায় বুদ্ধির খেলা সময় সীমীত,সময় নয় হেলাফেলা। অনন্ত জীবন রয়েছে সামনে মাঝিবিহিন কেবলি কি ভাসমান ভেলা? ধী শক্তির শক্তিকে আড়াল করে চালিত যারা ভিন্ন পথে অলোর পথ তো অভিন্ন হয় কারা চলেছে বিপথে? তোমার কাছে পৃথিবীর সব তোমাকে দিয়েছেন সপে তুমি তো মৃত্যুঞ্জয় নও মেলেছ কেন পাখা পাপের পথে? তোমার মাঝে পৃথিবী নিজকে যাচ,পাবে সব সব আকাঙ্ক্ষা মিটে যাবে কেবলি রবে রব। আত্মার অনুসন্ধ্যানে সবাই নীরব নিরন্তর যোগ-বিয়োগের সমীকরণ ইচ্ছে পেশি শক্তির বৃথা প্রয়োগ কেবলই মৃত্যুকে করেছে বরণ। সহস্র বছরেও নিরুত্তর সব হৃদয়ে হৃদয়ে গিয়েছে চেপে আসলে কি আছে মানব ক্ষমতা? আবেগে বার বার রয়েছে ঢেকে। তোমার মাঝে তাঁর প্রকাশ তোমাতে করে সে বাস তোমাকে তুমিই চিনে নাও বিফলে বৃথা জনম,কেবলি সর্বনাশ। শেয়ার অন্যান্যবিষয়: