স্বরচিত কবিতা

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ , এপ্রিল ১৯, ২০২১

ঠিকানা
সামছুদ্দোহা(ফরিদ)
আত্মার ঘর দেহ
দেহের ঘর বাড়ি,
আত্মা ছাড়া দেহ
অজানা তার পাড়ি।
আদি বাড়ি,আসল বাড়ি
ছিল আদম আর হাওয়ার বাস
ঐ বাড়ি ছাড়তে হয়েছে
শয়তান চক্রে সর্বনাশ।
নতুন ঠিকানা,নতুন ঘরে
প্রেরিত মোরা ছোট্ট নীড়ে
মনে নেই মোদের আদি ঠিকানার কথা
ভুলে আছি ভবকে ঘিরে।
মনে নেই মোদের মায়ের উদর
মনে নেই মোদের মায়ের কুল
অজানা সংশয় আছে মনে
মনের আলাপনে মশগুল।
কত জন এল কত জন গেল
শুনেনি তাদের ফিরে আসার কথা
মন কাঁদে বিদেহী আত্মার তরে
অন্তরে বাঁজে অসম্ভব ব্যথা।
খাঁচার পাখি ছাড়ে খাঁচা
শূন্য করে দেহ
আমার পাখিও ছাড়বে আমায়
সব ছেড়ে মোহ।
আমার ঠিকানা তেমনি অজানা
মাঝখানে কিছু পথ
অবাস্তব মোহে মজে সবাই
সবই মিথ্যার ছলে চলা।
সব ঠিকানা হারায়
রয়ে যায় শুধু অনন্ত পথ
সকল মত ভেংগে দিয়ে
গড়ি তাঁরই অভিমত।
এক ঠিকানায় পৌঁছে না মানুষ
এক না হলে পথ
সুপথে শপথ নিলে
আসবে না কখনো না বিপদ।
উড়ুক না ঘুড়ি যত দূরের আকাশে
সুঁতা তার বাঁধা লাটায়ের সাথে
সময় মত পড়বে টান
যতই থাকুক না তীব্র বাতাসে।

Loading