স্বরচিত কবিতা “একুশ মানে”

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৩, ২০২১

একুশ মানে
হৃদ স্পন্দন,প্রাণের আকুতি
শোকময় বারতা,
একুশ মানে
ভাষার সাগর
আন্ত স্রোতের বহতা।
একুশ মানে
কৃষকের প্রাণ,নবান্নের সুখ
একুশ মানে
পুরো বাংলা, পরিচিত মুখ।
একুশ মানে
স্বপ্ন দেখা,স্বপ্ন সাগরে ভাসা
একুশ মানে
জীবন জীবিকার স্বপ্ন রেখা।
একুশ মানে
কবির কবিতা
রাখালিয়া গানের সুর
একুশ মানে
ভোরের আলোকচ্ছটা
কাক ডাকা ভোর।
একুশ মানে
শিশুর মায়াবি উচ্ছ্বাস
একুশ মানে
দৃঢ় অঙ্গীকার, সুদৃঢ় বিশ্বাস।
একুশ মানে
যুবতির বাঁকা ঠোঁটে
চাঁদের কিরণ মাখা
একুশ মানে
যুবকের ভালবাসা স্বপ্ন রেখা।
একশ মানে
চোখের চাহনি
বাংলা রুপান্তর
একুশ মানে
হৃদয়ের ঢেউ
অন্তর থেকে অন্তর।
একুশ মানে
মধু মাখা মায়ের মুখের ধ্বনি
একুশ মানে
বাংলা মার সৃষ্ট বাণী।
একুশ মানে
বঙ্গবন্ধুর কাল জয়ী ভাষণ
একুশ মানে
বাংলা প্রকৃতির আসন।
একুশ মানে
বীর সেনানীর প্রতিবাদী গান
একুশ মানে
সালাম,রফিক,জব্বারের বিনিময় প্রাণ।
একুশ মানে
জিন্নার স্তব্ধ কণ্ঠ, উর্দুর পতন
একুশ মানে
বঙ্গবন্ধুর কাল জয়ী ভাষণ।
একুশ মানে
শহীদদের রক্তে লিখা বর্ণ মালা
একুশ মানে
শিশুর মুখে অ,আ বলা।
একুশ মানে
রবী নজরুলের অমর গাঁথা বাণী
একুশ মানে
লাখ শহীদের কাছে চির ঋণী।

Loading