একটি প্রণয়ের আত্মকথন-সাইফুল্লাহ মামুন

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৪, ২০২১
একটি ডালিয়ার নির্লজ্জ হাসি দেখে,
রেগেছিলে খুব তুমি, আর বলেছিলে-
কত উদ্ভট, অশ্লীল!দেখেছ ফুলটা?
হয়তো দেখেছে দুষ্ট আলিঙ্গন শেষে,
তোমার পদ্ম ঠোঁটের ইজ্জত হরণ!!!
কি বা হলো তাতে?ফুলেল সবুজ ঘাস,
কৃষ্ণচূড়ায় ঐ বসন্তদূতের হাসি,
ভামিনীর প্রণয়ে যে হয়েছে ব্যাকুল।
অটবী শাখে ঐ সোনালী আলেক লতা,
গগনচারী বিহঙ্গদের বৈরী হাসি,
দূরে ঐ কৃষাণবধুর লাজুক হাসি,
সবাই এক নিলয়ে,আরো দেখ চেয়ে;
প্রতীচীর বুক ফারি সে রক্তিম আভা,
মহীন্দ্র শিখরে জীমৃতি তুলেছে পাল।

Loading