সেনবাগে সাংবাদিক মুজাক্কিরের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২২, ২০২১

মোঃ আমির হোসেন (লিটন) সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সেনবাগে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন প্রতিবাদ সমাবেশে রুপ নেয়।সেনবাগ পৌরশহরের থানার মোড়ে সেনবাগ প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক প্রতিনিধি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেনবাগ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মানবজমিন প্রতিনিধি এম এ আউয়ালের পরিচালনায় এ মানববন্ধনে গণমাধ্যম কর্মী ছাড়া ও নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেছেন। সাংবাদিক মুজাক্কির হত্যা সহ দেশের বিভিন্ন স্হানে নিহত গণমাধ্যম কর্মীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও দোয়া জানিয়ে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এসময় বক্তব্য রাখেন, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হাজী আমান উল্যা, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুতাহের, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাজী মনিরুল ইসলাম,চট্রগ্রামস্হ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি ফিরোজ আলম চৌধুরী রিপন,আ’ আ’লীগ নেতা নাজমুল হুদা মাসুদ, সাংবাদিক সাখাওয়াত উল্যা (আমারদেশ) সাংবাদিক জাহাঙ্গীর আলম ( এশিয়ান টিভি)সাংবাদিক সহিদুল ইসলাম (এসএটিভি) সাংবাদিক মো: হারুন ( সিএনএন বাংলা টিভি) সাংবাদিক নুর হোসাইন সুমন ( যায়যায়দিন) সাংবাদিক ফিরোজ আলম রিগান( সমকাল) সাংবাদিক আমির হোসেন লিটন(দৈনিক আমাদের সময়) সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফখরুদ্দিন মোবারকশাহ রিপন (খোলা কাগজ) ও সাধারণ সম্পাদক মোঃ মানোয়ার হোসেন (গনাবার্তা) প্রমূখ।
বক্তারা সারা দেশে সাংবাদিকদের হত্যা, নির্যাতন, নিপীড়ন বন্ধের জোর দাবী জানান। মানববন্ধন ও সমাবেশে গণমাধ্যমকর্মীদের মধ্যে কাজী ফখরুল ইসলাম ( ইনকিলাব) জাহাঙ্গীর আলম ( যুগান্তর) সাংবাদিক বশির উদ্দিন (আলোকিত বাংলাদেশ) ডা: মো: ইব্রাহিম ( সংবাদ) মো: ফরহাদ হোসেন সেলিম ( আমাদের নতুন সময়) সাংবাদিক আলমগীর ননী( মানবকন্ঠ) সাংবাদিক ফখর উদ্দিন ( জনতা) সাংবাদিক গিয়াস উদ্দিন স্বপন ( ভোরের কাগজ) সাংস্কৃতিক কর্মী মোস্তাফিজুর রহমান মিলন, মাষ্টার বাবুল ছাড়াও শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী,রাজনীতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

Loading