একুশ আমাদের সকলের – মো. আলী আশরাফ মোল্লা

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২১, ২০২১

একুশ আমাদের গর্ব
একুশ আমাদের অহংকার
একুশ আমাদের চেতনা
একুশ আমাদের অর্জন।

একুশ মানেই মাথা নত না করা
একুশ মানেই অধিকার আদায়
একুশ মানেই স্বমহিমায় পথ চলা
একুশ মানেই নিজের ভাষায় কথা বলা।

একুশের চেতনা বৃথা যেতে দেবো না
একুশের শিক্ষা অন্তহীন সামনে এগিয়ে যাওয়া
একুশের অর্জন মায়ের ভাষায় কথা বলা
একুশের দীক্ষা সত্যের জয়গান গাওয়া।

একুশ দিলো আমায় গভীর অনুপ্রেরণা
একুশ দিলো আমায় অন্যায় কে পরাস্থ করা
একুশ দিলো আমায় সত্য সুন্দর কে গ্রহণ করা
একুশ দিলো আমায় অবিরাম কথার স্বাধীনতা।

একুশেই বীজ বপন হয়েছিল এ জাতির
স্বাধীকার অর্জনের সকল দাপ
৬৬ এর ৬ দফা, ৬৯ এর গণ অভুত্থান
বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিসংগ্রাম।

একুশের কল্যানেই অর্জিত হয় মুখের ভাষা
মায়ের ভাষা প্রিয় ভাষা বাংলা
একুশের জন্যই আজ আমরা আন্দোলিত
বাঙালি জাতি হিসেবে পুরো বিশ্বে গর্বিত।

একুশ এখন আর শুধু আমাদের একা’র নয়
নয় শুধু শহিদ দিবস,নয় শুধু ভাষা দিবস
একুশ এখন পুরো বিশ্বের একটি দিবস
নাম তার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Loading