বাংলার ইতিহাস

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২১, ২০২১

অমর একুশে ফেব্রুয়ারি,
তুমি আকাশের নক্ষত্র মালা
তুমি স্বপ্নের সোনার বাংলা
তুমি শতমায়ের সন্তান হারানো দীর্ঘ নিশ্বাস
তুমি রক্তাক্ত পংক্তি মালা
তুমি নজরুল— রবীন্দ্রনাথের চেতনার উৎস
তুমি অন্যায় বিরুদ্ধে বাংলার শ্লোগান
তুমি শহিদের বজ্রমুষ্টি গর্জন
তুমি জ্বলন্ত বাংলার ইতিহাস
তুমি বুদ্ধিজীবীদের চিন্তা চেতনার উদভাস
তুমি একােওর বার্তা বাহক
তুমি বাংলা ধারার উৎপিও স্থল
তুমি কাল— মহাকালের কবির কবিতার উৎস।

সাংবাদিক ও লেখক
নবীন চৌধুরী

Loading