একুশের পথে হাঁটছি/অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২০, ২০২১ একুশের পথে হাঁটছি দীপ্ত পায়ে, অহংকারে; টগবগ করা রক্ত বুকে বায়ান্নের রণ ঝংকারে! হাজার যুগের সূর্য-তাপে যে কৃষ্ণচুড়ারা লাল হয়েছে; তারুণ্যের ঐ সমুদ্র ঢেউয়ে তারা, বর্ণমালা হয়ে নাচে। এখনো হাঁটে সালাম, বরকত একুশের রাজপথে আমিও হাঁটি সৌরভে-গৌরবে বাংলার ভাষা-রথে! মূলছবি– আমিনুল ইসলাম মুন্না। ছবি -এডিটেড। শেয়ার G$R নিউজের নিচে শিল্প-সাহিত্য বিষয়: