সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বলছি / অনিন্দ্য টিটো

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৯, ২০২১

থা ছিল পতাকা পেলে প্রেম আসবে

বৃক্ষ-লতা আর অজস্র পাখিকে সাক্ষী রেখে
দুপুরের নিস্তব্ধতা ভেঙ্গে কোন শান্ত বিকেলে
প্রেমিক খুঁজে নেবে অপেক্ষারত প্রেমিকাকে।
পূর্ণ চাঁদের প্রহরে বসবে যাত্রা, পালাগান, কীর্তনের আসর
বিভক্তির খুঁটি-চালায় তুলবে না কেউ ঘরের ভেতর ঘর!
কথা ছিল প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেবে
ভোরের সুর্য-আলো, পাখিদের গুঞ্জরণ
মিথ্যের মঞ্চে উঠবে জ্বলে সত্যের গল্প
রক্ত-প্লাবনের পর শাণিত হবে স্বদেশপ্রেম
মাটির সোঁদা গন্ধ আর মায়ের দেহের ঘ্রাণে;
লেজকাটা কুকুরেরা ফিরবে না আর জনারণ্যে!
ছবিঋণ- রাজেশ চক্রবর্তী

Loading