নোয়াখালীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ , অক্টোবর ২৮, ২০২০

নোয়াখালীর হাতিয়া উপজেলার ২০০৪ সালের ধর্ষণ মামলায় মো. ইব্রাহিম (৫০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। 

আজ বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ এ রায় দেন।

রায় পড়াকালীন আসামি মো. ইব্রাহিম আদালতেই উপস্থিত ছিলেন। তিনি উপজেলার শূন্যেরচর গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শূন্যেরচর এলাকায় ২০০৪ সালের ১১ এপ্রিল রাত ৮টার দিকে ইব্রাহিম ওই গৃহবধূর ঘরের দরজা ভেঙে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ইব্রাহিম ও তার বন্ধু আবদুল হাসিমকে আসামি করে হাতিয়া থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী।

মোট ১১ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণসহ দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত ইব্রাহিমকে এ দণ্ডাদেশ দেন। এ সময় অপর আসামি আবদুল হাসিমকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন মো. মর্তুজা আলী পাটোয়ারী ও আসামি পক্ষে ছিলেন আবদুর রহমান, আবু সাঈদ মোহাম্মদ নোমান ও মোসলেহ উদ্দিন।

Loading