হটলাইনে ফোন

চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , অক্টোবর ২৮, ২০২০

হটলাইনে অভিযোগ পেয়ে চট্টগ্রাম বন্দরে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল এ অভিযানের নেতৃত্ব দেন।
জানা গেছে, দুদক হটলাইনে জাহাজের তেল চুরি, টেন্ডারবাজিসহ নানা দুর্নীতির অভিযোগ দেন এক ব্যক্তি। অভিযোগটি আমলে নিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় দুদক। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এ অভিযান চালানো হয়। এ সময় দুদক টিমের সদস্যরা সাম্প্রতিক সময়ের টেন্ডার সংক্রান্ত কাগজপত্র, তেল সরবরাহ, ও লগবই সার্টিফাই সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। সেগুলো যাচাই করে কমিশনে প্রতিবেদন পেশ করা হবে বলে জানিয়েছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর এক কর্মকর্তা।

Loading