সেনবাগে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান মোকারম ও সেক্রেটারি জাহাঙ্গীর নির্বাচিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২, ২০২৫ আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (কালব) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোকারম আলী ও ভোটের মাধ্যমে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মো: জাহাঙ্গীর আলম।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সমিতির সাধারণ সদস্যদের সরাসরি ব্যালট পেপারে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে সেক্রেটারি পদে ২ জন, জাহাঙ্গীর আলম (মাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ১২৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর হোসাইন সুমন (আম) প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ ভোট পেয়েছেন। মো: জাহাঙ্গীর আলম ৪৬ ভোটের ব্যাবধানে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন। ডিরেক্টর পদে ৪ জন,আসমা উল হুসনা (চশমা) মাহবুবের রহমান (আপেল),মোঃ রফিকুল ইসলাম (হরিণ) এবং মো: মেহেদী হাসান (বাই সাইকেল) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এতে চশমা প্রতীক ১৩০ ভোট পেয়ে, আপেল প্রতীক ১০০ ভোট পেয়ে ডিরেক্টর পদে ২ জন নির্বাচিত হয়েছেন। ভাইস- চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ জহির শাহ (গোলাপ ফুল) এবং মোঃ আবদুল্লাহ (বই) মার্কা নিয়ে পেয়েছেন ৮৬ ভোট , গোলাপ ফুল প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে মোঃ জহির শাহ নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য যে, চেয়ারম্যান পদে মোহাম্মদ মোকারম আলী এবং কোষাধ্যক্ষ পদে মোঃ জিয়াউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিপূর্বেই নির্বাচিত হয়েছেন।উপজেলা সমবায় কর্মকর্তা অরুণ চন্দ্র মজুমদার এর তত্ত্বাবধানে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: