সেনবাগে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা কর্মশালা আয়োজন ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , জানুয়ারি ২৩, ২০২৫

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক উপজেলা কর্মশালা আয়োজন ও বিদেশ ফেরতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ,ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস(প্রত্যাশা-২) প্রকল্প, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা কর্মশালা ও বিদেশ ফেরত উপকার ভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১ টায় সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ ইমাম উদ্দিন এর সঞ্চালনায় ও জেলা ব্র‍্যাকের সমন্বয়ক মো: নুরুজ্জামানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। তিনি বলেন “বিদেশীরা অনেক আশা-উৎসাহ নিয়ে প্রবাসে পাড়ি জমালেও অনেকেই নিরাশ হয়ে দেশে ফিরে আসেন। আমাদের সবার উচিত সামাজিক ও মানসিকভাবে তাদের পাশে থাকা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজ ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী , মানবাধিকার কর্মী, ব্র‍্যাক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, অভিবাসী পরিবারের সদস্যসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ।

কর্মশালা শেষে বিদেশ ফেরত কাবিলপুর ইউপির মহিদীপুর গ্রামের সৌদি ফেরত কুলসুম আক্তার শিরিন ও ডমুরুয়া ইউপির বাবুপুর শ্রীপুর গ্রামের কুয়েত ফেরত রহিমা খাতুনকে স্বাবলম্বী করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Loading