ধামরাইয়ে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ , জুন ১৩, ২০২৪

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ধামরাই পৌরসভার নয়টি ওয়ার্ডের হতদরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত ৪৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ গতকাল বৃহস্পতিবার ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা সভাপতিত্বে ভিজিএফ এর চাউল বিতরণে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে স্হানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মুকছেদ হোসেন, আমিনুল ইসলাম গার্নেল, মোহাম্মদ আলী ও আবু সাঈদ প্রমুখ।

Loading