ধামরাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বালিয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , জুন ২৮, ২০২৪

ধামরাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ১৭ অনূর্ধ্ব উদ্বোধনী খেলা গত শনিবার ২২ জুন থেকে শুরু হয়েছিল।
আজ শুক্রবার  বিকেলে হার্ডিঞ্জ স্কুল ও কলেজ মাঠে এসডিআই এর ব্যবস্থাপনা  পরিচালক শামসুল হকের সহযোগিতায় ও ধামরাই উপজেলা ইউএনও খান মো: আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে এই ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন  ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেন  প্রধান অতিথি হিসেবে  স্থানীয় এমপি  ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা  সহকারী কমিশনার ( ভূমি)  প্রশান্ত কুমার  বৈদ্য। এ খেলায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে  ধামরাই উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার,ধামরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) সিরাজুল ইসলাম শেখ( পিপিএম) ও কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা জুলেখা বেগম বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান ও উপজেলা উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লাবু প্রমুখ।
ধামরাই উপজেলায় এবারই প্রথম  ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ১৬ টি ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা বালিয়া ইউনিয়ন একাদশ ট্রাই ব্রেকারে ৪-৩ গোলে সোমভাগ  ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

Loading