রামগড়ে ৪৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ , নভেম্বর ২৭, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে দুই শতাধিকেরও বেশি অসহায় ও দরিদ্র রোগীদের দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) রামগড় জোন।

রোববার সকাল ১১ টায় রামগড় ব্যাটালিয়ন সংলগ্ন নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন । বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প সেবার দায়িত্বে ছিলেন ২৩ বিজিবি যামিনি পাড়া জোনের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন মো. আশিকুর রহমান ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোঃ সাদ্দাম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি বিজিবি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মুলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে । এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমদ, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading