আনোয়ারায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ , নভেম্বর ২৭, ২০২২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রবি /২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ফসলের আবাদ-উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে রবিবার (২৭ নভেম্বর) উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৩শ ৬০জন কৃষকের মাঝে সরিষা, ভুট্টা, গম, খেসারী, সূর্যমুখী, মুগ, চিনাবাদামের সার ও বীজ এবং ২হাজার ২শ জন কৃষকদের মাঝে উফশী এবং ৪হাজার ৫শ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা কৃষি অফিসার রমজান আলী, মোঃ সরওয়ার আলম, নিমাই চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন উপজেলা পরিষদের অর্থায়নে তৈল ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১শ ৩০জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Loading