বান্দরবানে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ , জুলাই ৫, ২০২০

বান্দরবান প্রতিনিধি:- প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বান্দরবানে হোসনে আরা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০৪ জুলাই) বিকেলে বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলা শহরের নিউ গুলশান এলাকার হোসনে আরা বেগম শুক্রবার (০৩ জুলাই) করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি বান্দরবান হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (০৪ জুলাই) সকালে তার অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে রেফার করে কিন্তু রোগীর পরিবার চট্টগ্রামে না নিয়ে গেলে বিকেলে তিনি বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে বান্দরবান জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মোট ২ জন।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য তার পরিবারকে জানানো হয়েছিল। তবে রোগীর পরিবার তাকে চট্টগ্রামে নিয়ে যাইনি।

Loading