চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন কর্মসূচি পালিত

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ , আগস্ট ২৮, ২০২০

কক্সবাজার জেলার টেকনাফ থানায় মেজর সিনহা হত্যাকান্ডকে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী এদেশের হিন্দু সম্প্রদায়ের সকল পুলিশ কর্মকর্তা সহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো, দেশদ্রোহী ও ভারতের চর ইত্যাদি আখ্যা দিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ, উস্কানি ও ধর্ম বিরোধী মন্তব্য প্রচার করে হিন্দু সম্প্রদাযের জনজীবন অতিষ্ঠ করে তোলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে অদ্য ২৮ আগস্ট ২০২০ শুক্রবার সকাল ১০টায় সারা দেশের প্রতিটি উপজেলা, জেলা, মহানগর ও বিভাগের সাথে সমন্বয় রেখে চট্টগ্রাম জামালখানস্থ চেরাগী পাহাড় মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সম্পাদক বলভদ্র অনুজ্ঞার সভাপতিত্বে ও মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন দাশ সজল, সহ-অর্থ সম্পাদক রনতোষ নাথ, যুব মাহজোট জেলা শাখার পক্ষে কৃষ্ণ দাশ, যুব মহাজোট মহানগর শাখার সভাপতি সুমন পাল, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পলাশ মল্লিক, সাধারণ সম্পাদক সুমন দে, চকবাজার থানা শাখার সদস্য সচিব তুষার দাশ, ইপিজেড থানা যুব মহাজোট শাখার সাধারণ সম্পাদক শুভ রাম দেব, বাঁশখালী শাখার প্রতিনিধি তপন ধর, কর্ণফুলী উপজেলার প্রতিনিধি অলক দাশ, রাঙ্গুনীয়া উপজেলার প্রতিনিধি নিউটন দাশ, চন্দনাইশ উপজেলার প্রতিনিধি রয়েল দাশ, লোহাগাড়া উপজেলার প্রতিনিধি বিপ্লব দেবনাথ, আনোয়ারা উপজেলার প্রতিনিধি অর্ক দাশ বিজয়, মিশু পাল, হাটহাজারী উপজেলার প্রতিনিধি দোলন ধর, কোতোয়ালী থানার প্রতিনিধি রুবেল দাশ, শুভ আইচ, সদরঘাট থানার প্রতিনিধি প্রান্ত দাশ, খুলশী থানার প্রতিনিধি মিঠুন দাশ, বায়েজিদ থানার প্রতিনিধি শুভংকর নাথ, অভিজিৎ প্রমুখ।

Loading