পটিয়াবাসীকে স্বাভাবিক সুন্দর পরিবেশ উপহার দিতে মোমবাতিকে ভোট দিন: এম. এ মতিন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ , ডিসেম্বর ২৭, ২০২৩
পটিয়া অফিস : গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত পটিয়ার সংসদ সদস্য পদপ্রার্থী দলের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা এম.এ মতিন পটিয়ার জঙ্গল খাইন ইউনিয়ন এর শাহগদী মার্কেট, আমজুর হাট সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গতকাল ২৭ ডিসেম্বর তার মোমবাতি প্রতিকের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেেন। এতে তিনি একাধিক পথ সভায় বলেন হে আমার পটিয়াবাসী আপনারা যদি আমাকে মোমবাতি মার্কায় ভোট প্রদান করে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করেন তাহলে এই পটিয়ার শান্তিপ্রিয় জনতার মৌলিক অধিকার প্রতিষ্টার জন্য সর্ব প্রথম গুরত্ব দেব। গ্রামের সাধারণ মানুষ যাতে তাদের প্রয়োজনে থানায় গিয়ে কোন প্রকার হয়রানী শিকার হতে না হয় তার জন্য থানা প্রশাসন থাকবে শতভাগ দালাল মুক্ত, যা অতীতের শাষক গোষ্টি থানা প্রশাসন কে ব্যবহার করে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে, যে কারনে একদিকে হচ্ছে নীরহ দূর্বল শান্তিপ্রিয় জনতা অবহেলা তথা হয়রানী শিকার, অন্যদিকে সন্ত্রাস, চাদাবাজ, ইভটিজিন, ইয়াবা ব্যবসায়ী, কিশোর গেঙ্গের তৎপরতায় সাধারণ জনতা দিন পার করছে এক ধরনের জিম্মি অবস্থায় আর যুব সমাজ জরিয়ে যাচ্ছে নানা অপরাধে সাথে, এ সমস্ত নানা অপরাধ দমন করে অতীতের শাষক গোষ্টি বরাবরই শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি আমার পটিয়ার শান্তিপ্রিয় জনতাকে আশ্বস্থ করে বলতে চাই আমি যদি আপনাদের দোয়া এবং মোমবাতি মার্কায় ভোটের মাধ্যমে বিজয় হতে পারি তাহলে এই পটিয়া থেকে থানা’র দালাল চক্র তথা সন্ত্রাস দমনে কারো সাথে আপোষ করব না। তিনি বলেন আমার পটিয়াবাসীর শান্তি স্থাপনের জন্য এই অপরাধ জগতের ইন্দন দাতাদেরকেও কঠোর হস্তে ধমন করব। এ বিষয়ে কাজ করতে আপনাদের আন্তরিক দোয়া এবং আমার প্রতিক মোমবাতি মার্কায় ভোট কামনা করছি। এ সময় তার সাথে ছিলেন দলের কেন্দ্রীয় প্রেসিডয়াম সদস্য জননেতা এম.সোলায়মান ফরিদ, যুবনেতা অধ্যাপক এমরান জাবেদ, ইব্রাহীম খলিল, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা নেতা হাফেজ মাওলানা মঞ্জুরুল করিম রেফায়ী, হাজ্বি মুহাম্মদ আলী হোসাইন, ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা নেতা পীরে তরিকত মাওলানা ছৈয়্যদ এয়ার মুহাম্মাদ পেয়ারু, মুহাম্মদ মফিজুর রহামন, কাজ্বি মাওলানা আবু বক্কর সিদ্দিক, ছাত্রনেতা ডাঃ মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ জুনাইদুল ইসলাম, মুহাম্মদ ইয়াছিন আরাফাত আসিফ, মুহাম্মদ আসহাব নূর প্রমুখ।

Loading