চট্টগ্রামে বিস্ফোরণের আগেই ধরা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , নভেম্বর ১, ২০২৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ির কাঁচ ভাঙচুর করে অবরোধকারীরা। বুধবার (১ নভেম্বর) দুপুরের দিকে ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, অবরোধ কর্মসূচি পালনের উদ্দেশ্যে উচ্ছৃঙ্খল নাশকতামূলক আচরণের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ এবং গাড়ির কাঁচ ভাঙচুর করে তারা।

এ সময় তৎক্ষণাৎ আশপাশে নিয়োজিত টহল পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। -দৈনিক আজাদী

Loading