রামগড়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , অক্টোবর ৬, ২০২৩

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার( ৬ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা,জন্ম সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার,পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে রামগড় ও পাতাছড়া ইউনিয়নে বিনামূল্যে ৪০টি জন্ম নিবন্ধন সনদ অভিভাবকদের হাতে তুলে দেন অতিথিরা। জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের সফলতায় ২ নং পাতাছড়া ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও শ্রেষ্ঠ চেয়ারম্যান কাজী নুরুল আলম, শ্রেষ্ঠ সচিব মোঃ সোহেল রানা, শ্রেষ্ঠ গ্রাম পুলিশ মোঃ মহিন উদ্দিনকেও পুরস্কৃত করা হয়েছে।গত জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৩ সময়ের তথ্যের ভিত্তিতে এ পুরস্কার নির্ধারন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে রামগড় ইউপি সচিব মোঃ মিজানুর রহমান,পাতাছড়ার সচিব মোঃ সোহেল রানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,ইউপি সদস্য,সনদ গ্রহণকারীরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান কাজী নুরুল আলম বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতা,বৃদ্ধ ভাতা, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদসহ অন্যান্য সেবা সমূহ জনগণের কাছে পৌঁছে দিতে স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সহায়তায় ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে। আশা করি অতিশীঘ্রই শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করতে সক্ষম হব। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে আবেদনের মাধ্যমে বিনামূল্যে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ গ্রহণ করতে অভিভাবকদের প্রতি তিনি আহবান জানান ।

Loading