এখনও শ্রাবণ কাঁদে – অনিন্দ্য টিটো

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২৩
এখনও শ্রাবণ কাঁদে করুণধারায়—
পনেরো অগাস্টের ভোর সকালে
শ্রাবণ’-বুকের যে রক্তক্ষরণ
বেদনার্ত আর্তি
পৌছে গিয়েছিল মহাকালে!
সেই শোকে এখনও কাঁদে শ্রাবণের সকাল
কাঁদে মহাকাল, বাঙালির আত্মা;
কাঁদে শ্রাবণ মেঘের দিনগুলো
কাঁদে সংবিধানের ধর্মনিরপেক্ষতা।
এই অগাস্ট এখনও শোকের শ্রাবণধারা বাঙালির
এই অগাস্ট এখনও ঘাতকদের নিষ্ঠুর টার্গেটের মাস!
এই অগাস্টেই দেখি, পাকিস্তানের পা-চাটা কিছু দালালের মুখ
যারা ঘিরে থাকে পিতার কবরের চারপাশ।
এই অগাস্টেই ঘাতকেরা রক্তের ডেডস্টপে
রুখতে চেয়েছিল বাঙালির অর্থনৈতিক মুক্তির পদযাত্রা
মুছে দিতে চেয়েছিল জাতির পিতা শেখ মুজিবুরের নাম!
অথচ সেই নাম এখন ব-দ্বীপের সীমানা ছাপিয়ে
ছড়িয়ে গেছে বিশ্ব-প্রজন্মের বুকে বুকে;
এই নাম যে এখন বিশ্ব-মানবতার মুক্তির সংগ্রাম!
🖤🖤
অগাস্ট ১৪, ২০২৩।

Loading