ভেসে গেছে চাঁদ – বিভা ইন্দু

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ , আগস্ট ৯, ২০২৩
সবুজ এক বার্তায়,
নিশীথের ডায়রিতে
কতো কী লিখে গেলে জলের সীমানায়
নুয়ে পড়া আকাশ আজ দেবদারু বনে,
গতিহীন সংলাপ কী মায়ায় টানে!
জলের আসরে ফিসফাস,
চলো চাঁদ,দুজনাতে হই ইতিহাস।
এরপর
তুমি আর চাঁদ
ধূসর চাঁদোয়ায় রাতদিন অমলিন
নিখুঁত এক রূপকথা
ষোড়শী সে ব্যাকুলতা
ভরা চাঁদ ভেসে গেছে শ্রাবণের নতুন খেয়ায়
আহা সুখ অপরূপ,
অনাহারী শত দুখ খিলখিল হাসিতে মিলায়
কুমারী গোলাপ হাসে পুর্নিমা অভিলাষে
জোছনার করুণ কায়ায়,
তারপর একদিন!
একা চাঁদ কাছে আসে পাঁজরের খাঁজে ভাসে
শ্রাবণের ঘন তমসায়।

Loading