টাঙ্গাইলে কাগজপত্র না থাকায় ৩টি বাসকে জরিমানা

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , এপ্রিল ২৭, ২০২৪

বঙ্গবন্ধু সেতু ঢাকা মহাসড়কে কাগজপত্র সঠিক না থাকায় ৩টি বাসকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ গোলাম সরোয়ারসহ আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট মো. মুহাইমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি বাস সঠিক কাগজপত্র না দেখানোর কারণে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

Loading