হালদায় মাছের ডিম সংগ্রহের উৎসব শুরু

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , জুন ১৯, ২০২৩

দেশের মিঠাপানির মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল, কালবাউশসহ বিভিন্ন প্রজাতির মা মাছ ডিম ছেড়েছে।

রোববার দিবাগত রাতে মা মাছ পুরোপুরি ডিম ছাড়া শুরু করে। আর রাত থেকেই দলবেঁধে ডিম সংগ্রহে নেমে পড়েন জেলেরা।

ডিম সংগ্রহকারীরা জানান, হাটহাজারীর রামদাস মুন্সিরহাট, মাছুয়াঘোনা, নাপিতের ঘাট, আমতুয়া, নয়াহাট, রাউজানের আজিমের ঘাট, খলিফারঘোনা এলাকায় মা মাছ বেশি ডিম ছেড়েছে।
প্রতিবছর এপ্রিল থেকে জুনের যেকোনো সময়ে হালদা নদীতে ডিম ছাড়ে মা মাছ। তবে এবছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবং নদীতে উপযুক্ত পরিবেশ না থাকায় মা মাছ ডিম ছাড়তে দেরি করেছে।

শনিবারের বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে হালদায় মাছের ডিম ছাড়ার উপযোগী পরিবেশের সৃষ্টি হয়।

Loading