রামগড়ে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৫০ বছর পূর্তি উদযাপিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ , মে ২৮, ২০২৩

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার(২৮ মে) পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির সুচনা করা হয়। পরে র‌্যালী বের হয়ে পরিষদ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) মমতা আফরিন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস ও থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা বিদ রামেশ্বর শীল ও সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অতিথিদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Loading