ধামরাইয়ে আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা সেবা

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ , মে ২৮, ২০২৩

 

:ঢাকার ধামরাইয়ে প্রায় বিশ হাজার দরিদ্র অসহায় নারী পুরুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষুধ প্রদান করা হয়েছে। দুই মাস ব্যাপী উপজেলার ৮টি ইউনিয়নের ক্যাম্পিং করে বিনা মূলে চিকিৎসা সেবা ব্যবস্থা করেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান।এছাড়াও আমেনা নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল কলেজ, মসজিদ মাদ্রসা, এতিমখানা, মন্দির, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে অনুদান দিয়ে যাচ্ছেন।
গত শনিবার সুয়াপুর ইউনিয়ন পরিষদ মাঠে প্রায় ১২০০ রোগীকে বিনামূলে চিকিৎসা ও ঔষুধ দেওয়া হয়। শিশু, গাইনী, ডায়বেটিস, মেডিসিনসহ রোগের ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: কফিল উদ্দিন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান ,ঢাকা জেলা পরিষদের সদস্য সানাউল হক সুজন,ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিব।

 

Loading