আবুল কালাম আজাদ এর তিনটি কবিতা

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ , জুলাই ১৬, ২০২০
১.আহ্বান
 
প্রকৃতি ঘেরা সৌন্দর্যের
লীলাভূমি
 
মুগ্ধ হবে প্রিয়
দেখবে যখন তুমি
 
সাদামাটির চোখে
নীল পানি টলমল
 
ভালোবেসে সাঁতার কেটে
বলো কতজল ,
 
বালুর চরে হেঁটে বেড়াও
মাখবেনা পাঁয়ে ,
 
হিমেল হাওয়া ঘুম পাড়াবে
লাগবে যখন গায়ে ।
 
২.ইচ্ছা
 
রাতের গভীরে মনে হয়
পাহাড়ের চূঁড়ায় থাকি,
 
মালিক পেলে কিনে নিতাম
আজন্মের বাকি,
 
বনে বনে মনে মনে
পাখির গানে রই,
 
ঝর্ণার কাকলীকে
বুকে তুলে লই,
 
সাগরকে ভালোবেসে
তার জলে ভাসি,
 
উর্মির সুরে সুরে
মন খোলে হাসি ।
 
৩. গাছ
 
গাছ লাগিয়ে গাছ বাঁচাতে
গোড়ায় জল দাও
 
সুস্থভাবে বেঁচে থেকে
স্বর্গের সুখ পাও ,
 
গাছ কেটে বন উজার হলে
প্রাণ হবে অচল
 
গাছ রূপিলে বৃষ্টি হবে
ফলবে যে ফসল ,
 
গাছ লাগাও, দেশ বাঁচাও
গাছ মোদের প্রাণ
 
তিনটি করে গাছ লাগাইতে
শেখ হাসিনার আহ্বান

Loading