পটিয়া হাইদগাওঁ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সম্পন্ন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , এপ্রিল ২৪, ২০২৩

চট্টগ্রামের পটিয়া উপজেলা হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদেরউদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান রবিবার ( ২৩ এপ্রিল) সকাল ১০ টায় হাইদগাওঁ গাউছিয়া কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র বিএম জসিম চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র এএসপি নাজমুল হকের ছেলে লেফটেন্যান্ট ইনান বিন নাজমুল । অনুষ্ঠানে অনেক প্রাক্তন ছাত্র , ইউনিয়নের চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দেশ ও মানুষের সেবায় সর্বদাই কাজ করে যাওয়ার আহ্বান জানান। স্কুলের ৫০ বছর পূর্তিতে একটি জাকজমকপূর্ণ পুনর্মিলনী করার জন্য প্রস্তাব করা করেন । প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সংখ্যা আরো বাড়ানোর জন্য সাল ভিত্তিক বিভিন্ন কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয়। নতুন সদস্য সংগ্রহ মাস ঘোষণার প্রস্তাব করা হয়। স্কুলের দাতা সদস্য জনাব মোঃ বদিউল আলম নিজ অর্থায়নের স্কুল ভবনের নতুন করে রং করে দেওয়ায় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে পরিষদের সভাপতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। স্কুলের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয় এবং স্কুলের উন্নয়নের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্কুলের উন্নয়নে ও পরিবেশ রক্ষায় যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলের পাশে থাকবে এই বিষয়েই সকলে অভিমত ব্যক্ত করেন। স্কুলের কিছু শিক্ষক অতিমাত্রায় রাজনীতির সাথে যুক্ত হওয়ায় পড়ালেখার ব্যাপক ক্ষতি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে অতিমাত্রায় রাজনীতি পরিহার করার জন্য প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে সকল শিক্ষার্থীরা অনুরোধ করেছেন। স্কুলের অনুষ্ঠানে ইউনিয়নের ভিতর যোগ্য ও বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে অতিথি না করে ইউনিয়নের বাইরের লোকদেরকে অতিথি করায় প্রাক্তন ছাত্ররা ক্ষোভ প্রকাশ করেন। ভবিষ্যতে স্কুলের অনুষ্ঠানে নিজ ইউনিয়নের যোগ্য ব্যক্তিদের কে ও মুক্তিযোদ্ধাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কমিটির প্রতি অনুরোধ করা হয়। স্কুলের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অতীতের ভূমিকা ৭ বছর হাইকোর্টের ঝুলে থাকা মামলা নিষ্পত্তি কি করে স্কুলে কমিটি করে গতিশীলতা আনতে সহযোগিতা, স্কুল লাইব্রেরি প্রতিষ্ঠা, স্কুলে কম্পিউটার ও প্রিন্টার প্রদান, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে সহযোগিতা আরো অনেক অবদানের কথা স্মরণ করে দেয়া হয় এবং ভবিষ্যতেও স্কুলের উন্নয়নে সকল প্রাক্তন শিক্ষার্থীদের কে এগিয়ে আসার আহ্বান জানান, স্কুলের বিপদের সময় সকল শিক্ষার্থীদের কে স্কুলের পাশে থাকার অনুরোধ জানান।স্কুলের সভাপতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঈদ পুনর্মিলনীকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

Loading