পটিয়া প্রেস ক্লাবের প্রয়াত নেতৃবৃন্দদের স্মরণে দোয়া মাহফিল সম্পন্ন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ , এপ্রিল ১৬, ২০২৩

প্রয়াত সাংবাদিকের মাগফিরাত কামনায় পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে সাবেক প্রয়াত সভাপতি জালাল উদ্দীন আহমদ, সাবেক প্রয়াত সভাপতি হারুনুর রশীদ সিদ্দিকী ও সাবেক প্রয়াত সাধারণ সম্পাদক আবু তালেব সহ প্রয়াত সকল সাংবাদিক স্মরণে আজ গাজী কনভেনশন সেন্টারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় এতে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্রগ্রাম ১২ আসনের জাতীয় সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল ইউএনও আতিকুল মামুন, সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পিপি বদিউল আলম, জেলা আওয়ামী লীগ নেতা হুইপের উন্নয়ন সমন্বয়কারী বিজন চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ, বাকশিস পটিয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসীম উদ্দীন, সিনিয়র মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে, পরিস্যখান কর্মকর্তা মীর আনজুম সাকিব, লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার ফজলুল হক, সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ জেলা আওয়ামী লীগ,সভাপতি হামিদ আলী , শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার শ্যামল দে, প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, সনাক টিআইবি, র এরিয়া ম্যানেজার এজিএম জাহাঙ্গীর, মাদরাসা সুপার আহমদ হালিমী, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মৌলানা আবুল কাসেম নুরী,। এতে গতকাল দুপুর থেকে খতমে কোরআন, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্টিত হয়। এতে প্রয়াত সকল সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। তাদের ক্ষুরধার লেখনী দেশ ও সমাজ পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। এতে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে হুইপ সামশুল হক চৌধুরী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার একটি উন্নয়ন বান্ধব ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত সরকার। এ সরকারের সামগ্রিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি সাংবাদিক সমাজ কে দেশ ও জাতির কল্যানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে কেউ দূর্নীতি করার সাহস পাবে না। তিনি দূর্নীতিকে জিরো টলানেন্সে নিয়ে আসতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Loading