খাগড়াছড়ির কংজরি চৌধুরী মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিচ এওয়ার্ড পেলেন 

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ , এপ্রিল ১৪, ২০২৩

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী মহাত্না গান্ধী ইন্টারন্যাশনাল পিচ এওয়ার্ড-২০২৩ পেয়েছেন। ভারত- বাংলাদেশ কালচারাল কাউন্সিল সমাজ সেবা কেটাগরিতে তাকে এই এওয়ার্ড প্রদান করে। তিনি ছাড়াও শিক্ষায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক তহিদুর রহমান এবং মিডিয়ায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে এই এওয়ার্ড প্রদান করা হয়।

কলকাতায় রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আনুষ্ঠানিকভাবে এই এওয়ার্ড প্রদান করেন। এওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিদের ক্রেস্ট, সার্টিফিকেট ও মেডেল দেয়া হয়।

এদিকে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী মহাত্না গান্ধী ইন্টারন্যাশনাল পিচ এওয়ার্ড -২০২৩ লাভ করায় মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরি তাকে অভিনন্দন জানিয়েছেন। মারমা উন্নয়ন সংসদের পক্ষ থেকে তাকে বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) গুইমারায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়।

Loading