সেনবাগে ফার্মেসী ব্যবসায়ীদের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময়

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১, ২০২৩

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে ফার্মেসী ব্যবসায়ীদের সাথে ঔষধ প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় করেন শেখ মোঃ আহসান উল্ল্যাহ,সহকারী পরিচালক ঔষধ প্রশাসন নোয়াখালী।

এ সময় তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।মঙ্গলবার সকাল দশ টায় মদিনা প্রাইভেট হাসপাতালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সেনবাগ পৌর শাখার সাধারণ সম্পাদক বাহাদুর,সিনিয়র সহ-সভাপতি বাবুল কর্মকার,সহ-সাধারণ সম্পাদক মনিলাল,দপ্তর সম্পাদক আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক রায়হান লিটন, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আমিন রছুল সহ প্রমুখ। ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক শেখ মোঃ আহসান উল্ল্যাহ মডেল ফার্মেসী,এন্টিমাইক্রোব্যক্টেরিয়া, রেজিস্ট্যান্ট, লাইসেন্স বিহীন ফার্মেসী,মেয়াদ উত্তীর্ন ঔষধ, এসব বিষয়ে আলোচনা করে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সেনবাগ বাজারের সকল ফার্মেসী ব্যবসায়ী ও ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading