নেত্রকোণায় কৃষকলীগের বৃক্ষরোপন অভিযান অব্যাহত

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ , জুলাই ১১, ২০২০

মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন ঘোষণাকে বাস্তবায়ন করতে নেত্রকোণা জেলা কৃষকলীগ ক্রমাগত কর্মসূচী পালন করে যাচ্ছে। নেত্রকোণা জেলা কৃষকলীগের সভাপতির নেতৃত্বে প্রতিদিন বিভিন্ন মসজিদ, মন্দির, রাস্তা-ঘাট, ময়দান, স্কুল কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালন করছেন।

কৃষকলীগের আয়োজনে ১১ জুলাই নেত্রকোণা সদরে চল্লিশায় হেনা ইসলাম কলেজে সকাল সাড়ে ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

এসময় ১টি করে ফলজ, বনজ, ঔষধী গাছের চারা রোপন করা হয় ও উপস্থিত কৃষকদের মাঝে ৪০০ টি চারা বিতরণ করা হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।  সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা কৃষকলীগ এর  সভাপতি কেশব রন্জন সরকার। প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্তালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।  আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত, সদস্য আতাউর রহমান মানিক, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তারেক রহমান, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোরাদ আহম্মদ, যুম সম্পাদক আব্দুর রেজ্জাক, চল্লিশা ইউ,পি চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আব্দুল জব্বার ফকির,কবী এমদাদুল হক শাহসহ স্হানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত কৃষকগণ গাছের ছাড়া পেয়ে খুব খুশী হয়েছেন। তারা আগামীতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত রাখার দাবী জানান।

Loading