ফেসবুকে ইউএনওর বিরুদ্ধে  মিথ্যা খবর প্রচার করায় রামগড় থানায় জিডি

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ , নভেম্বর ১৭, ২০২২

সামাজিক যোগাাযোগ মাধ্যম ফেসবুকে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহি অফিসারের নামে  মিথ্যা তথ্য সম্বলিত খবর প্রচার করায়   সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির নামে থানায় সাধারণ ডায়রী (জিডি) করা হয়েছে।  ঐ কার্যালয়ের উপ প্রশাসনিক  কর্মকর্তা মো: শরিফুল ইসলাম  মঙ্গলবারে (১৫ নভেম্বর) এ  জিডি   করেন। রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জিডিতে  অভিযোগ করা  হয়,  রামগড় উপজেলার পাতাছড়ার নাকাপা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম তার ফেসবুক আইডির মাধ্যমে  “হাইকোর্টে রিট করে রামগড়ের ইউএনও’র রোষানলে দুই দিনমজুর, ভুগছেন নিরাপত্তাহীনতায়” শিরোনামে  দুটি অননুমোদিত  নিউজ  পোর্টালে  প্রকাশিত মিথ্যা ও বানোয়াট খবর  প্রচার করে।। এতে  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মত জনগুরুত্বপূর্ণ একটি  সরকারি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। রামগড় উপজেলা নির্বাহি অফিসার খন্দোকার  ইখতিয়ার উদ্দীন  বলেন, ‘ কারা কোথায় রিট করেছে আমার জানা নেই। অথচ সাইফুল ইসলাম নামে জনৈক ব্যক্তি সরকারি অননুমোদিত নিউজ পোর্টালে প্রকাশিত  মিথ্যা,  বানোয়াট ও ভুয়া খবর সামাজিক যোগাাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রচার করেছে। এতে জনমনে বিভ্রান্তি সৃস্টি এবং উপজেলা পরিষদ,  উপজেলা প্রশাসনসহ  সরকারের গুরুত্বপূর্ণ  একজন  কর্মকর্তার ভাবমূর্তি  ক্ষুণ্ণ  হয়েছে। ‘ তিনি আরও বলেন,  ‘ঐ ব্যক্তির  ফেসবুকে  এ ধরণের  মানহানিকর  ভুয়া তথ্য প্রচার ও প্রকাশ  ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ।’ রামগড় থানার  অফিসার  ইনচার্জ  (ওসি) মো: মিজানুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা সাধারণ ডায়েরি দায়ের করেছেন।  জিডি নং ৬০৮, তারিখ ১৫/১১/২০২২। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Loading