নেত্রকোণায় আনসার ও ভিডিপির বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ , অক্টোবর ২৬, ২০২২

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী সারাদেশের ন্যায় নেত্রকোণা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট মোঃ গোলাম মৌলাহ্ তুহিন বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ  উদ্বোধন করেন, তিনি বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে এই বাহিনী সারা দেশে ৫০ হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহন করে।  আগামী ৩১ তরিখের মধ্যে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে। সারা দেশের অংশ হিসাবে  আজ নেত্রকোণা জেলায় ১৭৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

এছাড়া আনসার ভিডিপির সদস্যবৃন্দের মাঝে  বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ ও জেলা কার্যালয়ে চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুস সামাদ সহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা-কর্মচারী, দলনেতা-দলনেত্রী ও সদস্যবৃন্দ।

 

Loading