রামগড়ে দুই প্রতিবেশীর সাথে সংঘর্ষে আহত ৪

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ , অক্টোবর ২৩, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন মোঃ নুর নবী(৩৬)মোঃ আজাদ হোসেন,মোঃ ফজলুর রহমান(৪০)মোঃ একরাম(১৮)।আহতরা সকলেই রামগড় ইউনিয়নের চিনছড়ি পাড়ার কালা মিয়া টিলার বাসিন্দা।
শনিবার (২২ অক্টোবর) উপজেলার চিনছড়ি পাড়ার কালামিয়ার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় ,পূর্ব থেকেই দুই প্রতিবেশী ফজলুর রহমান ও নূরনবীর পরিবারের মাঝে বিরোধ ছিল। বিকেলে নূরনবী রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। কথোপকথনে এক পর্যায়ে মোবাইলের অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে গালমন্দ করতে থাকে। এই সময়ে রাস্তা দিয়ে ফজলুর রহমান যাচ্ছিল। গালমন্দ করাকে কেন্দ্রকরে ফজলুর রহমান উত্তেজিত হয়ে নূর নবীর সাথে বাকবিতন্ডায় জড়ায়।এক পর্যায়ে ফজলু ও তার ছেলে একরাম বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে নূর নবীকে কুপিয়ে জখম করে।নুর নবীকে বাঁচাতে তার ভাই মোঃ আজাদ হোসেন এগিয়ে আসলে তাকেও আহত করে। এদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন বেরিয়ে এসে ফজলুর রহমানকেও গণপিটুনি দেয়।পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উভয় পক্ষের আহতদের রামগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ ইসরাত মারজানা বলেন, আহত চারজনের মধ্যে নুরনবী ও ফজলুর রহমানকে প্রাথমিক চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।একজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Loading