নোয়াখালীতে ৯ টি চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার,আটক-১

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ , মে ২৪, ২০২২

ইফতেখাইরুল আলম, নোয়াখালী

নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ টি মটরসাইকেল সহ ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নোয়াখালী জেলায় ইদানিং মোটরসাইকেল চুরি ঘটনা বেড়ে যাওয়ায়

বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়।তারেই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম,পিপিএম এর নির্দেশে সুধারাম থানা পুলিশ মোটরসাইকেল চোর চক্র সনাক্তের কাজ শুরু করেন।পরে গত ২৩ শে মে ২০২২ ইং এস আই প্রমোজ চৌধুরী খবর পেয়ে যায় যে সুধারাম থানাধীন ১ নং চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাটে মঈন হোন্ডা সার্ভিসিং সেন্টারে চোরাই যাওয়া কয়েকটি মোটরসাইকেল রুপ পরিবর্তনের জন্য সংরক্ষিত আছে।

এমন সংবাদের ভিত্তিতে এস আই প্রমোজ চৌধুরী সংগীয় ফোর্স সহ উক্ত গ্যারেজে অভিযান পরিচালনা করলে এ সময় ৯ টি চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করে এবং গ্যারেজের মালিক ও মেকানিক
মহিন উদ্দিন ও মেকানিক পিতা- নুরুল আমিন,মাতা-নুরনাহার বেগম,সাং-হুগলী(আমির আলী দরবেশ বাড়ী/বন্যা বাড়ী,২ নং দাদপুর ইউনিয়ন,৬ নং ওয়ার্ড,থানা -সুধারাম,জেলা নোয়াখালীকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদে চোরচক্রের পরিচয় প্রকাশ করে জানান সে চোরচক্রের একজন সদস্য।চোরেরা মোটরসাইকেল চুরি করে তার গ্যারেজে নিয়ে আসলে সে মোটরসাইকেলের রুপ পরিবর্তন করে এবং খুচরা যন্ত্রাংশ বিক্রি করে।এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ৯ চোলাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রের হোতা তার নিজ স্বীকার উক্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading