নোয়াখালী ৫০ বছরের পুরনো হাসান হাট ব্রিজ পিকআপ ভ্যান সহ ধসে পড়ে আহত -২ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ , মে ৭, ২০২২ ইফতেখাইরুল আলম,নোয়াখালী নোয়াখালী জেলার মাইজদী বাজার থেকে প্রায় কিলোমিটার পূর্ব দিকে ঐতিহ্যবাহী হাসান হাট বাজারের ব্রিজ নামে পরিচিত।এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে মালামাল ভর্তি পিক- আপ ভ্যান সহ ধসে পড়েছে।এ সময় পিক-আপের ড্রাইভার সহ ২ জন আহত।তবে হতাহতের অপ্রতিকর তেমন কোন ঘটনা ঘটেনি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয়রা জানায়,প্রায় ৫০ বছরের পুরনো হাসান হাট বাজার ব্রিজটি আজ দুপুরের দিকে ধসে পড়ে হাজার হাজার মানুষের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।এ ব্রিজ দিয়ে মাইজদী বাজার থেকে ১৫ নং শরীফপুর,৭ নং একলাশপুর,১০ নং নেয়াজপুর,৫ নং কাদির হানিফ ইউনিয়ন সহ মোট ৪ টি ইউনিয়ন পরিষদের যাতায়াতের একমাত্র হাসান হাট ব্রিজ নামে পরিচিত।এ ব্রিজটি ধসে পড়ে হাসান হাট বাজার সহ আশপাশের এলাকা মাইজদী বাজারের সড়কের যোগাযোগ বন্ধ।এ সমস্যাটি দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী। শেয়ার নোয়াখালী বিষয়: