স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রামগড়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , মার্চ ২১, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে ।
সোমবার (২১ মার্চ)দুপুরে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রামগড় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৫০ বছরের অর্জন নিয়ে খাগড়াছড়ির সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক রামগড় উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা কালাচান দেববর্মন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছালেহ আহমদ,বীর মুক্তিযোদ্ধা ভূপেন লাল ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃআবুল খায়ের, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান ,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং সরকারের অর্জিত সাফল্য সমূহ নতুন প্রজন্মসহ জাতির সামনে তুলে ধরতে ১৭ই মার্চ থেকে সপ্তাহ ব্যাপী মুক্তিযুদ্ধের উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

Loading