রামগড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , মার্চ ১৭, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচিতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।বৃহস্পতিবার (১৭ মার্চ )স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,আনুষ্ঠানিকভাবে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রামগড় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,রামগড় থানা, রামগড় পৌরসভা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,মহিলা ক্লাব,রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক দল,সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।পরে টাউন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান অন্যান্যের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামছুজ্জামান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান ভুইয়া বক্তব্য রাখেন।এসময় অতিথিরা সরকারের অগ্রাধিকার জনকল্যাণমুখী আশ্রয়ণ প্রকল্প২ এর অধীনে ১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানের হাতে খাস জমি বন্দোবস্তের কবুলিয়ত দলিল হস্তান্তর এবং রামগড় উপজেলা যুবউন্নয়ন কার্যালয়ের উদ্যোগে যুবঋণ বিতরণ করেন।এসময় রামগড় উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধি, রামগড় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, কেক কাটা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।এতে অংশ নেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,সহ- সভাপতি সাংবাদিক ফয়েজ আহমেদ মিলন,সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের,রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,পৌরসভার প্যানেল মেয়র ১ ও কাউন্সিলর মোঃ শামিম ,জসীম উদ্দিন,যুবলীগ নেতা লিটন দাশ,সুমন বড়ুয়া,নাছির উদ্দীনসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Loading