সাভারে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ , মার্চ ১৫, ২০২২

ঢাকার সাভারে এক অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে হত্যাকারীকে গ্রেফতারের পর হত্যাকান্ডের রহস্য উৎঘাটনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
ডিবি পুলিশ জানায়, সাভারের হেমায়েতপুরের মুসলিমপাড়া এলাকায় কাদের মিয়ার বাড়ির ভাড়াটিয়া লাজু মিয়া ওরফে রাসেল (২৮) স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পরে গত বছরের ৩০ মার্চ সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় অটোরিকশা চালক লাজু মিয়া ওরফে রাসেলকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে দিয়ে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করেন মোগড়াকান্দা এলাকার আজগর আলীর ছেলে ওসমান গণি। পরে হত্যাকান্ডের পরেরদিন সকালে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এঘটনায় নিহত অটোরিকশা চালকের পরিবারের সদস্যরা অজ্ঞাতনামা আসামীদের নামে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি ছায়া তদন্ত শুরু করেন। এর পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে মোগড়াকান্দা এলাকার একটি বাড়ি থেকে অটোরিকশা চালকের হত্যাকারী পালিয়ে থাকা ওসমান গণিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় হত্যাকান্ডের শিকার ওই ব্যক্তির অটোরিকশাটি উদ্ধারের পাশাপাশি চুরি হওয়া অটোরিকশা কেনার অভিযোগে আমিনবাজার এলাকা থেকে মোক্তার হোসেন (৪৬) ও আব্দুস সোবাহান (৪৬) নামের দুই ব্যক্তিকেও গ্রেফতার করে ডিবি। পরে সকালে গ্রেফতার তিন ব্যক্তিকে সাভার মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাদের আদালতে প্রেরণ করেন। দীর্ঘদিন পরে হলেও ওই অটোরিকশা চালকের হত্যাকারীকে গ্রেফতার ও রহস্য উৎঘাটন করায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে

Loading